টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুসহ তিন জনের মৃত্যু

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পানিতে ডুবে পৃথকস্থানে দুই শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) টাঙ্গাইল সদর, কালিহাতী ও ভূঞাপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চরখিদির উত্তরপাড়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী ছেলে শান্ত (৬)-কে সঙ্গে নিয়ে শুক্রবার দুপুরে বাড়ির পাশে সড়কে পাটের আঁশ ছাড়াতে যান।
 এসময় ছেলে শান্ত সড়কের পাশে পানিতে কলাগাছের ভেলায় খেলছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানি থেকে শান্তর মৃতদেহ উদ্ধার করা হয়।
এদিকে, কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের কুমুরিয়াবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে ইয়ামিন (১২) বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা যায়। নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান সিদ্দিকী মিল্টন এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে ভূঞাপুরে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বন্যার পানিতে ডুবে শাজাহান শেখ (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া ফকির কেল্লা এলাকায় এ ঘটনা ঘটে। শাজাহান ওই গ্রামের মৃত রহমুদ্দিন শেখের ছেলে।
Print Friendly

Related Posts