আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সদর উপজেলার বড় বাসালিয়া এলাকার বন্যার পানির তীব্র স্রোতে সেতুর অ্যাপ্রোচ ধসে পড়েছে। আর এতে সদর উপজেলার কুইজবাড়ী, গালা ও কালিহাতীর এলেঙ্গা সড়কের যাতায়াত বিছিন্ন হয়ে গেছে ।
রোববার (২৬ জুলাই) দুপুরে সেতুর অ্যাপ্রোচ ধসে পড়ে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা ও ওই সড়কের যাতায়াতকারীরা।
জানা গেছে , ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে সদর উপজেলার মগড়া ইউনিয়নের বড় বাসালিয়ার লৌহজং নদীর উপর নির্মিত হয় সেতুটি। এটি সদর উপজেলার মগড়া আর গালা ইউনিয়নের অন্যতম সংযোগ স্থাপন করেছে সেতুটি। এছাড়া এই সেতু দিয়ে কালিহাতী উপজেলার এলেঙ্গার যাতায়াতের প্রধান সড়ক।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, কর্মকর্তাদের ম্যানেজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান নামমাত্র সেতুটির অ্যাপ্রোচের কাজ করেছে। পানি বৃদ্ধি বা স্রোতের কারণেই যদি মাত্র দুই তিন বছর আগে নির্মিত সেতুর গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ ধসে যায় এমন কাজের প্রয়োজন নেই।
টাঙ্গাইল সদর উপজেলার এলজিইডির প্রকৌশলী হেদায়েত উল্লাহ জানান, প্রবল বন্যার পানির স্রোতের কারণে আর লিকেজের কারণে সেতুটির অ্যাপ্রোচ ধসে পড়ে।