জাতীয় শ্রমিক লীগ নেতা বহিষ্কারের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের দুই নেতাকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বহিষ্কারের প্রতিবাদ জানানো হয়েছে।

ঢাকা মহানগর উত্তরের নেতা এ এইচ মনির স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়, জাতীয় শ্রমিক লীগের গঠনতন্ত্রের ১৮’ র(খ) ধারা মোতাবেক বহিষ্কারাদেশ সম্পুর্ণ অবৈধ এবং ১৮ জুলাই ২০২০ জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রদত্ত চিঠির পরিপন্থী।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, আমার রাজনৈতিক সফলতার প্রতি ঈর্ষান্বিত হয়ে এবং আমার ব্যক্তিগত ইমেজকে কলুষিত করতে এহেন হীন প্রচেষ্টায় আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই ২০২০ তারিখ দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি দিয়ে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের দুই নেতাকে বহিষ্কার ঘোষণা করা হয়।

Print Friendly, PDF & Email

Related Posts