অধ্যাপক হলেন শিক্ষা ক্যাডারের ৬০৯ জন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬০৯ জন সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছে। পদোন্নতি প্রাপ্তরা ১৪, ১৫ ও ১৬ তম বিসিএসের কর্মকর্তা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে তাদের অনলাইনে নতুন পদে যোগদান বা অবমুক্ত হতে হবে।

শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন পর পদোন্নতি হলো। মূল পদের বিবেচনায় অধ্যাপক পদটি শিক্ষা ক্যাডারের সর্বশেষ পদ।

জানা গেছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা আপাতত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করে আগের পদেই দায়িত্ব পালন করে যাবেন।

Print Friendly, PDF & Email

Related Posts