বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ঈদুল আজহার ছুটি শেষে অফিস-আদালত খুলছে সোমবার। তিনদিনের ছুটি শেষে এদিন কাজে যোগ দেবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সরকারি অফিসগুলোর পাশাপাশি সোমবার (৩ আগস্ট) থেকে খুলছে ব্যাংকবিমা ও শেয়ারবাজার।
গত শুক্রবার থেকে তিনদিনের ঈদের ছুটি শুরু হয়। গত শনিবার দেশের মুসলিম সম্প্রদায় পালন করে ঈদুল আজহা। রোববার ছিল তিনদিনের ছুটির শেষ দিন।
অফিস-আদালত খোলার প্রথম দিনে বরাবরের মতো কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি থাকবে কম। কারণ, অনেকেই সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়েছেন। তারা যোগ দেবেন আরও ক’দিন পর।
অফিসপাড়ার প্রথম দিন চলবে শুধুই আনুষ্ঠানিকতা আর ঈদের শুভেচ্ছা বিনিময়। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হবে না।