হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মুরাদপুরে হাওরে ৪০ জন বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সৈয়দ আব্দুল মুকিত ফাউন্ডেশন।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দা শরীফা আক্তার কুমকুম এ তথ্য নিশ্চিত করেন।
মোঃ নাজমুল হোসেন চৌধুরী’র মৎস্য খামারে অসহায় লোকজনের হাতে এ ত্রাণসামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দা শরীফা আক্তার কুমকুম।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, হবিগঞ্জ পৌর শ্রমিকলীগের সভাপতি ফজলু মিয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মাহমুদা আক্তার চৌধুরী, পৌর মহিলা আওয়ামীলীগ নেত্রী নিলুফার জাহান, বিশিষ্ট মুরুব্বী দরবেশ চোধুরী, এম এ খালেক, ইউপি যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
স্থানীয়রা ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করেন।
সৈয়দা শরীফা আক্তার কুমকুম বলেন, সৈয়দ আব্দুল মুকিত ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত একটি বিশেষ সংগঠন। করোনা মহামারিতে এই সংগঠন সাধ্য অনুযায়ী হবিগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় কর্মহীন গৃহবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে। এবার দাঁড়িয়েছে বন্যার্তদের পাশে। এর অংশ হিসেবে ৪০ টি পরিবারে ত্রাণ দেওয়া হলো। পর্যায়ক্রমে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে দেওয়া হবে।
এমএম চৌধুরী/এইচ