৬ষ্ঠ-১০ম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে রচনা আহবান

বেসরকারি সংস্থা ‘অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি)’ শিশুদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন ধরণের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় এএসডি রাজধানীতে পথশিশু, বস্তিবাসী শিশু ও শ্রমজীবী শিশুদের জীবন মান উন্নয়নে ‘ডেভেলপমেন্ট অব চিলড্রেন এ্যাট হাই রিস্ক (ডিসিএইচআর)’ নামক একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে দেশের শিশুদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ৬ষ্ঠ-১০ম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে বাংলায় রচনা আহবান করছে। রচনার বিষয় ‘করোনা পরিস্থিতি ও শ্রমজীবী শিশুদের অবস্থা- আমার ভাবনা’।

রচনা পাঠানোর শেষ তারিখ: ৩১ আগষ্ট ২০২০। কম্পোজ করে রচনা পাঠানোর ঠিকানা: essaycontestasd@gmail.com

দুইটি গ্রুপে প্রতিযোগিতা হবে। গ্রুপ-ক (৬ষ্ঠ-৮ম শ্রেণী) এবং গ্রুপ-খ (৯ম-১০ম শ্রেণী)।

রচনার সাথে প্রতিযোগির ছবি, নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, স্থান, অভিভাবকের মোবাইল নাম্বার ও ঠিকানা লিখতে হবে।

প্রত্যেক গ্রুপে সেরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম নির্ধারণ করে বিজয়ীদেরকে সম্মাননা ক্রেষ্ট, সনদ ও পুরষ্কার প্রদান করা হবে।

এ ছাড়া বাছাইকৃত রচনাগুলো দিয়ে একটি পুস্তিকা প্রকাশ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

Print Friendly, PDF & Email

Related Posts