দেশের আকাশে দেখা যাবে উল্কা বৃষ্টি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ১৭ জুলাই থেকে ২৪ আগস্টের মধ্যে রাতের আকাশে প্রতি বছর পারসাইডে উল্কাবৃষ্টি ঘটে থাকে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন তারই ধারাবাহিকতাই উল্কাবৃষ্টি দেখা যাবে চলতি বছরের ১১-১২ আগস্ট অর্থাৎ আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার রাতে।

পারসিউস নক্ষত্রমন্ডলের নামানুসারে এই উল্কাবৃষ্টির নাম পারসেইড। পারসিউস নক্ষত্রমন্ডলে এই উল্কাবৃষ্টির উৎপত্তি স্থল। সুফইট টাটল ধূমকেতু থেকে পারসেইড উল্কাবৃষ্টির উৎপত্তি।

পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে উল্কাপিণ্ডগুলো ঘণ্টায় প্রায় ২৫ হাজার থেকে দেড় লাখ মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। ফলে বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে এরা জ্বলে ওঠে। তখন মনে হয় আলোর ফুলকি ছড়াচ্ছে। একেই বলে উল্কাবৃষ্টি। তবে উল্কা খণ্ডগুলো পুড়ে ছাই হয়ে যায় পৃথিবীর মাটিতে পড়ার আগেই।

মধ্যরাত থেকে ভোর সাড়ে পাঁচটা উল্কাবৃষ্টি দেখার সব থেকে ভালো সময়। অনেকে মনে করেন এ ধরনের বিশাল এক উল্কাখণ্ড বা গ্রহাণুর আঘাতে প্রায় সাড়ে ছয় কোটি বছর আগেভ পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়েছিল। তবে এ ব্যাপারে মতভেদ রয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts