জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় শোক দিবস পালিত

আমিনুল ইসলাম:  স্বাধীনতার স্থপতি ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

দিনের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেআইএমসিএইচ এর পরিচালক, উপপরিচালক, জেআইএমসি এর উপাধ্যক্ষসহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

বঙ্গবন্ধুর ব্যাক্তি ও রাজনৈতিক জীবনের দর্শন নিয়ে কলেজের সেমিনার রুমে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক বাহার ভুঁইয়া।

তিনি তার বক্তব্যে বলেন- বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন তার বাস্তবায়নে সকলের এক সাথে কাজ করতে হবে, তবেই তার আত্মদান স্বার্থক হবে।

এছাড়াও কলেজের উপাধ্যক্ষ ও হাসপাতালের প্রাক্তন পরিচালক এই সময় বক্তব্য রাখেন ।

দিনের অন্যতম কর্মসূচি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে হ্রাসকৃত ফি ৫০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখেন এবং সকল ধরনের পরীক্ষা নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়। ব্যাপক সংখ্যক রোগীর উপস্থিতি হাসপাতালের এই উদ্যোগকে সাফল্য মন্ডিত করে ।

এছাড়াও বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয় ।

Print Friendly

Related Posts