হবিগঞ্জ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিরামচর এলাকায় অস্থায়ী কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আম্বিয়া খাতুন, নূরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রমাপদ দে, ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী শাহীন, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী শফিকুল ইসলাম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতনসহ প্রমুখরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের জন্য মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এর আগে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এম এম চৌধুরী/হবিগঞ্জ