বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সাইনোসাইটিসের পুরনো সমস্যা খুব মাথাচাড়া দিয়ে উঠেছিল। নাক বন্ধ হয়ে যাওয়ায় দুইমাস ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। সমস্যা থেকে মুক্তি পেতে অবশেষে নাকে পলিপাস অপারেশন করিয়েছেন বাংলাদেশ দলের লেগস্পিনার।
বুধবার রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের একটি ছবি পোস্ট করে বিপ্লব জানান, গতকাল সফলভাবে সার্জারি সম্পন্ন হয়েছে। দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চাই।
রাজধানীর অ্যাপোলো হাসপাতালে হয়েছে বিপ্লবের সার্জারি। জুনের শেষ সপ্তাহে চিকিৎসা নিতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেসময় ১৫ দিনের ওষুধ দিয়ে সুবিধাজনক সময়ে অস্ত্রোপচার করানোর পরামর্শ দেন চিকিৎসক।
করোনা বিরতি কাটিয়ে বিসিবির অধীনে মিরপুরে একক অনুশীলন শুরুর কয়েকদিন পরই কাঁচি-ছুড়ির নিচে গেলেন তরুণ এ লেগস্পিনার। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে খবর, দুই সপ্তাহের মধ্যেই ক্রিকেটে ফিরতে পারবেন বিপ্লব। সপ্তাহখানেক থাকতে হতে পারে হাসপাতালে।