আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে টাঙ্গাইল র্যাব-১২।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে তার নিজ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৯৮ পিস ইয়াবা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারির নাম রাহিম ভুইয়া (২৮)। সে উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্নাগ্রামের পটলপাড়ার মৃত কদর ভুইয়ার ছেলে এবং পেশায় ভ্যানচালক।
বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে টাঙ্গাইল র্যাব-১২ কোম্পানী কমান্ডার-৩ এর মো. রওশন আলী এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , গোপন সংবাদের ভিত্তিতে রাহিমকে ৯৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে বাসাইল উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে । তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে সে এই উপজেলাসহ আশপাশ এলাকায় মাদক সেবী, খুচরা মাদক কারবারিদের ইয়াবা সরবরাহ করতো। এছাড়াও যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছিলো সে।