বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৮টি দানসিন্দুক সর্বশেষ খোলা হয়েছিল ১৫ ফেব্রুয়ারি। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে এবার ৬ মাস ৭ দিন পর খোলা হয়েছে এসব দানসিন্দুক।
এ সময় সিন্দুকগুলোতে ১২ বস্তা টাকা, বিপুল পরিমান স্বর্ণাংকার ও বিদেশি মুদ্রা মেলে। প্রথমে সিন্দুক থেকে টাকা বস্তায় ভরা হয়। এরপর শুরু হয় টাকা গণনার কাজ।
শনিবার সকাল ১০টায় জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা ও সিন্দুক খোলা কমিটির সদস্যদের উপস্থিতিতে এগুলো খোলা হয়।
ঐতিহাসিক পাগলা মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী এ টাকা গণনার কাজ পরিদর্শন করেছেন। এ সময় পাগলা মসজিদের সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।