ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সরকারি মোবাইল নম্বর (০১৭৬২ ৬৯১৬৩৩ ) ক্লোন করে চাঁদা দাবি করেছে একটি চক্র।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও অঞ্জন কুমার সরকার।
তিনি জানান, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে একটি চক্র আমার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করে। তারা শূন্য বাদ দিয়ে ১৭৬২ ৬৯১৬৩৩ নম্বর থেকে এক জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও একজন ইউপি সদস্যের কাছে ফোন করেন।
উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের ইউপি সদস্য হিটলু মিয়া জানান, চক্রটি তার কাছে প্রকল্পের বিষয়ে জানতে চায়। বিষয়টি সন্দেহ হলে তিনি তা ইউএনওকে অবগত করেন। একইভাবে উপজেলায় কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মালেককে বদলী ফেরানোর কথা বলে চাঁদা দাবি করেন। তিনিও সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে সরাসরি ঘটনাটি জানান।
এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার এবং কোনরূপ আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করছেন ইউএনও। তিনি উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজ থেকে সতর্কতামূলক পোস্টও দিয়েছেন।
Print Friendly, PDF & Email

Related Posts