টাঙ্গাইলে কোচিং সেন্টার সিলগালা ও মালিককে জরিমানা

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: কো‌চিং সেন্টা‌র খোলা রেখে শিক্ষার্থীদের পড়ানোর দায়ে টাঙ্গাইলের ফরহাদ কো‌চিং সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম‌্যমাণ আদালত। পরে কো‌চিং সেন্টারের মালিককে  জ‌রিমানা করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট)  টাঙ্গাইল শহরের কলেজ গেইট এলাকায় ফরহাদ ক্যাডেট একাডেমি শাখায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল ও সালাহদ্দিন আইয়ুবী যৌথভাবে ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা করেন।
টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল বলেন, করোনাকালীন সরকারি সিদ্ধান্তে দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। কিন্তু সেই সরকা‌রি নির্দেশনা ভেঙে টাঙ্গাইল শহরের ফরহাদ কোচিং সেন্টারে ছাত্র-ছাত্রীদের পড়ানো হচ্ছিল। এ কারণে ফরহাদ ক্যাডেট একাডেমির চেয়ারম্যান ফরহাদুজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা ও কোচিং সেন্টারটি সিলগালা করে দেয়া হয়েছে।
Print Friendly

Related Posts