জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সোমবার বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
সভায় মতলব উত্তর উপজেলার বেলতলি মাজারে ভাদ্র মাসের মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশিস দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান, মতলব উত্তর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মুরাদ, ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভা, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন মল্লিক, ইউপি সদস্য রাসেদ।
আইনশৃঙ্খলা সভা শেষ হওয়ার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর সভাপতিত্বে মাসিক সাধারণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশিষ দাশ’সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
সভা শেষে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিষ দাশ ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমকে ফুলেল শুভেচছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।