বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার মঙ্গলবার ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। আগামী মৌসুম শুরুর আগেই বার্সেলোনা ছাড়তে চান মেসি। তবে মেসির ট্রান্সফারে বাঁধা হয়ে দাঁড়িয়েছে তার বাই আউট ক্লজ।
এ মুহূর্তে যদি মেসিকে কোনো ক্লাব পেতে চায় তাহলে তাকে ৭০০ মিলিয়ন ইউরো বা ৮২৫ মিলিয়ন ডলার খরচ করতে হবে। টাকার অঙ্কে হিসেবটা দাঁড়ায় ৬৯,৯৩৭,৫১০,৫০০ (ছয় হাজার নয়শত তিরানব্বই কোটি পঁচাত্তর লাখ দশ হাজার পাঁচশ) টাকা। এর আগে সর্বোচ্চ ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন নেইমার।
অবশ্য তিনটি ক্লাব এরই মধ্যে মেসিতে পেতে আগ্রহ দেখিয়েছি। ইতালি লিগের ইন্টার মিলান, ইংলিশ লিগের ম্যানচেস্টার সিটি এবং ফ্রেঞ্চ লিগের পিএসজি মেসিকে দলে নিতে আগ্রহী। এজন্য যে কোনো মূল্য দিতে রাজি আছে তারা।
বার্সেলোনার দাবি, মেসি যদি জুনে ক্লাব ছাড়ার ঘোষণা দিতেন তাহলে বাই আউট ক্লজের প্রয়োজন হতো না। মৌসুম শেষ হওয়ার পর চাইলে যে কেউ ক্লাব ছাড়তে পারেন। সেক্ষেত্রে ট্রান্সফার মূল্য পরিশোধ করলেই হবে। তবে মেসির এজেন্ট ও তার আইনজীবীরা বাই আউট ক্লজ নিয়ে আপত্তি তুলেছে। তাদের দাবি, করোনার কারণে দীর্ঘদিন খেলা বন্ধ ছিল। জুনে ফুটবল মৌসুম শেষ হয়নি। আগস্টে মৌসুম শেষ হয়েছে। এজন্য বাই আউট ক্লজ কার্যকর হবে আগস্টের পর।
স্প্যানিশ গণমাধ্যম মার্কাও একই কথা বলছে, করোনাভাইরাসের পরিস্থিতির কারণে বাই আউট ক্লজ বাতিল করার সুযোগ পেতে পারেন মেসি। আগামী মৌসুম শুরু হতে তিন সপ্তাহ বাকি পাশাপাশি এবারের মৌসুম শেষ হচ্ছে আগস্টে। নির্ধারিত সময়ে ছয়দিন আগেই মেসি জানিয়েছেন নিজের সিদ্ধান্ত। মেসির কোর্টে বল কিছুটা হলেও এগিয়ে আছে।