ধামরাইয়ে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফ্রী চিকিৎসা সেবা প্রদান

মো. রাসেল  হোসেন: হাজার বছরেরর শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা  হয়েছে।

শুক্রবার (২৮ আগষ্ট)  সকালে দেপাশাই  সোমভাগ কাউন্সিলে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ৫শত রোগীর মাঝে ঔষধ বিতরণ করা হয়। ফ্রী চিকিৎসা সেবা দিনব্যাপি চলবে।

এসময় সোমভাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ। এসময় তিনি নিজে ডায়াবেটিস পরীক্ষা করান এবং ফ্রী চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন।

ফ্রী চিকিৎসা সেবা উদ্বোধন করেন সোমভাগ ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী।

ফ্রী চিকিৎসা সেবা কেন্দের আয়োজন করেন ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড.সোহানা জেয়াসমিন মুক্তা, সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক, গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও ছাত্রলীগ নেতা শামীম হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email

Related Posts