টাঙ্গাইলে আরও ৪৩ জনের দেহে করোনা শনাক্ত, মৃত্যু ১

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বেড়েই চলছে করোনা শনাক্তের রোগীর সংখ্যা। আর এতে করে জেলার করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে।জেলায় নতুন করে আরো ৪৩ জন আক্রান্ত হয়েছেন।
এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৪৯১ জনে।
শুক্রবার (২৮ আগস্ট) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তের মধ্যে টাঙ্গাইল সদরে ১২ জন, মির্জাপুরে ১০ জন, মধুপুরে ২ জন, সখীপুরে ৫ জন, ঘাটাইলে ৭ জন এবং দেলদুয়ার উপজেলায় ৭ জন রয়েছেন।
অপরদিকে করোনাভাইরাসে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪২ জনের মৃত্যু হলো।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ঢাকায় পাঠানো বৃহস্পতিবারের নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ৪৩ জন করোনায় আক্রান্ত হন। আর নতুন করে ১ জনের মৃত্যু হয়। করোনায় জেলায় মোট ৪২ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয় ১৭৪৭ জন, আর চিকিসাধীন ৭০২ জন।
সূত্র আরো জানায়, গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম করোনা রোগী শনাক্ত হয় বাসাইল উপজেলায়।
জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন এবং জুলাই মাসে ১০২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর চলতি মাসে আজ পর্যন্ত ৮৫৩ জন করোনায় আক্রান্ত হয়। মাসভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।
নতুনদের মধ্যে সখীপুর উপজেলায় একজন সাংবাদিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক আক্রান্ত হয়েছেন।
Print Friendly, PDF & Email

Related Posts