সিলেটের মেয়র আরিফ ও প্রধান প্রকৌশলী করোনায় আক্রান্ত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মেয়র আরিফের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে।

একইদিন ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নূর আজিজুর রহমান করোনায় আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন। বর্তমানে দুইজনই নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন।

গত কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকলেও বৃহস্পতিবার নগর ভবনে নিয়মিত অফিস করেন মেয়র আরিফ। এছাড়া আরও কয়েকজনকে গাড়িতে নিয়ে নগরীর বিভিন্ন জায়গায় যেতেও তাকে দেখা গেছে।

মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী সুহেল আহমদ জানান, গত তিন-চারদিন থেকে মেয়র আরিফ জ্বর ও সর্দি কাশিতে ভুগছিলেন। বৃহস্পতিবার শারীরিকভাবে ভালো বোধ করায় তিনি অফিস করেন।

ইতোপূর্বে মেয়র আরিফের স্ত্রী সামা হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এছাড়া নিজের ব্যক্তিগত সহকারী আক্রান্ত হলেও মেয়র আরিফ নিয়মিত অফিস করলেও করোনায় আক্রান্ত হননি।

এদিকে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, মেয়রের সহকারী মুহিবুল ইসলাম ইমন করোনায় আক্রান্ত হয়েছিলেন।

গত ১৫ জুন করোনায় আক্রান্ত হয়ে সিসিকের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বদর উদ্দিন আহমদ মারা যান।

Print Friendly, PDF & Email

Related Posts