এম.এ লিটন: গাজীপুর টঙ্গী মিলগেট এস এস স্টিল মিলে ফেসিং বিস্ফোরণে ৪ জন আহত হয়েছে। শুক্রবার ভোর ৪ টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এসময় শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত শ্রমিকরা হলেন মোহাম্মদ হৃদয় (২৮) মোহাম্মদ দুলাল (৫২), মোঃ রিপন (৩৫) ও মোঃ আজাহার আলী (৪৫)।এদের মধ্যে মোহাম্মদ হৃদয় ও মাহমুদ দুলালের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাই ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি আছেন।
এরমধ্যে আজহার এর শারীরিক অবস্থা মোটামুটি ভালো হওয়ার কারণে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।
জানা যায়, ভোর ৪ টার সময় লোহা গলানোর মেশিন ফেসিং বিস্ফোরণ ঘটে। এতে কাছাকাছি থাকা চারজন আগুনে পুড়ে যায়। এরপর অন্যান্য শ্রমিকরা তাদের ধরে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে তাদের অবস্থা খারাপ হলে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, প্রায় সময় এখানে দুর্ঘটনা ঘটে।গত রোজার ঈদের আগে আগুনে পুড়ে একজন মারা যায়।
এ বিষয়ে টংগী পশ্চিম থানায় ওসি এমদাদুল হক বলেন, বিষয়টি আমরা শুনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে।আহত ব্যক্তিদের অভিযোগ এর ভিত্তিতে মামলা রেকর্ড করা হবে।
জইবি/ডি