দেশে সুস্থ হওয়ার সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ২

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥  দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ১৮৮তম দিনে নতুন করে ১ হাজার ৭৯২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩৪ জন মারা গেছেন। এসময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৪ জন।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১৪ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৪৭টি। এ নিয়ে দেশে মোট ১৭ লাখ ৪ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষার তুলনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২.১৫ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ৭৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট আক্রান্ত ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জন। মোট পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৯.৬৪ শতাংশ। নতুন করে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৬৬৮। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৩৯ শতাংশ।

তবে এ সময়ে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৭৪ জন। সবমিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ২৪। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০.৫১ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ৩৪ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ৯ জন নারী। মৃতদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৬৩৮ জন মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৭.৯৩ শতাংশ এবং ১ হাজার ৩০ জন নারী মৃত্যুবরণ করেছেন যা ২২.০৭ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন এবং ষাটোর্ধ্ব ১৬ জন রয়েছেন।

বিভাগ অনুযায়ী, ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে একজন, খুলনায় তিনজন, ব‌রিশা‌লে দুইজন, সিলেটে একজন এবং রংপুর বিভাগে তিনজন রয়েছেন।

Print Friendly, PDF & Email

Related Posts