দেশে তিন মাসে শনাক্তের সংখ্যা সর্বনিম্ন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ১৮৯তম দিনে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার কিছুটা কমেছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.৯৬ শতাংশ। গতকাল শুক্রবার এ সংখ্যা ছিল ১২.১৫ শতাংশ। সামাজিক সংক্রমণ শুরুর পর থেকে আজই শনাক্তের হার সর্বনিম্ন। আর গত তিন মাসের মধ্যে ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যাও আজ সর্বনিম্ন।

২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৮২ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩৪ জন মারা গেছেন। এসময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ২৪৭ জন।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১০ হাজার ৯৮টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু সহকারে পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭২৩টি। এ নিয়ে দেশে মোট ১৭ লাখ ১৫ হাজার ৪৮১টি নমুনা পরীক্ষা করা হলো।

Print Friendly, PDF & Email

Related Posts