বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম জয় দিয়ে শুরু করেছে বার্সেলোনা। ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে তারা ৪-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে। এমন জয়ে জোড়া গোল করেছেন আনসু ফাতি। একটি গোল করেছেন লিওনেল মেসি। অপর গোলটি এসেছে আত্মঘাতী খাত থেকে। মেসির ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন পাউ তোরেস।
চারটি গোলই হয়েছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে কোনো গোল হয়নি।
ম্যাচের ১৫ মিনিটেই ফাতি গোল করে এগিয়ে নেন দলকে। তাকে গোলে সহায়তা করেন জর্দি আলবা। ১৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফাতি। তাকে এই গোলটি করতে সহায়তা করেন ফিলিপে কৌতিনহো।
৩৫ মিনিটে লিওনেল মেসিও গোলের দেখা পান। অবশ্য তার গোলটি এসেছে পেনাল্টি থেকে। এ সময় বক্সের মধ্যে ফাতিকে ফাউল করেন ভিয়ারিয়ালের মারিও গাসপার। অবশ্য মেসির নেওয়া পেনাল্টি কিক প্রায় ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক সার্জিও আসেনজো। তার হাতে লেগেও বল জালে জড়ায়।
প্রথমার্ধের শেষ মুহূর্তে আসে চতুর্থ গোলটি। এ সময় মেসির ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন পাউ তোরেস। তাতে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা।
বিরতির পর ফিরে আর কোনো গোলের দেখা পায়নি বার্সা। অবশ্য জিততে আর কোনো গোলের প্রয়োজনও হয়নি তাদের।