জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তরে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার, এই স্লোগানে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর-২০২০ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুজাতপুর বাজার সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে সংস্কার ও পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারি প্রকৌশলী শাহ নেওয়াজ, সহকারী প্রকৌশলী মো. ইউনুছ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে আমাদের প্রত্যেককে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আমরা সবাই মিলে যেকোনো কাজ আন্তরিকতার সাথে করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা দ্রুত বাস্তবায়ন হবে । তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত দেশে পরিণত করতে কাজ করছেন। যার ফলশ্রুতি আমরা ইতোমধ্যেই দেখতে পারছি। দেশের পদ্মা সেতু নির্মাণ, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র’সহ অনেকগুলো মেঘা প্রকল্প হয়েছে। দেশে অনেকগুলো অর্থনৈতিক জোন হয়েছে। এছাড়া উপজেলা ভিত্তিক নির্মাণ হচ্ছে আইটি প্রশিক্ষণ সেন্টার। সরকারের এসব উন্নয়নের মধ্য দিয়ে দেশ দিন দিন উন্নত দেশের শিখরে পৌছে যাচ্ছে।
উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জানান, ছোট বড় সড়কের গর্ত ভরাট, রাস্তার দুই পাশ পরিস্কার পরিচ্ছন্ন, মাটি ভরাট, ইটের খোয়া দিয়ে সংস্কারসহ বিভিন্ন ধরনের কাজ করা হবে অক্টোবর মাসে। মুজিববর্ষ উপলক্ষ্যে সরকার কর্তৃক ঘোষিত সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে এ উপজেলায়।