বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫ বছর পূর্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং শুভেচ্ছা বিনিময় করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে চীনের ধারাবাহিক সমর্থনের কথা, অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে চীনা বিনিয়োগের মাত্রা বৃদ্ধির কথা উল্লেখ করেন।
মিয়ানমারের গৃহহীন রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকট সমাধানে বাংলাদেশের সাথে কাজ করায় চীনের প্রশংসাও করেন তিনি।
বিগত ৪৫ বছরে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার দৃঢ়গতিতে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করে লি কেকিয়াং চীন ও বাংলাদেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বের কথা তুলে ধরেন। যা করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের সময়ে নতুন উচ্চতায় পৌঁছেছে।
লি কেকিয়াং গত বছর চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল সফরের কথাও স্মরণ করেন এবং দু’দেশের জনগণের জন্য আরও বেশি সুবিধা বয়ে আনতে চীন-বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্বের দীর্ঘমেয়াদী ও টেকসই বিকাশের সকল ক্ষেত্রে বাংলাদেশের সাথে সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।