বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ জয় দিয়ে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের অভিযাত্রা শুরু হলো। বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরায় ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে জিতলো আর্জেন্টিনা।
বাছাইপর্বে তৃতীয় স্থানে থেকে ২০১৮ সালের বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল আর্জেন্টিনা। বাছাইয়ের শেষ ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে হারাতে লিওনেল মেসি করেছিলেন হ্যাটট্রিক। এবার ১-০ গোলে জিতলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মাত্র ১১ মিনিটে আর্জেন্টিনার সৌভাগ্যের দুয়ার খুলে যায়। এস্তুপিনানের কড়া ট্যাকলে ডিবক্সের মধ্যে পড়ে যান ওকাম্পোস। পেনাল্টি পায় স্বাগতিকরা। দুই মিনিট পর ১২ গজ দূর থেকে শট নেন মেসি। ডানদিকে তার নেওয়া শটের দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন ইকুয়েডর গোলকিপার। কিন্তু বল ছুটেছিল বিদ্যুৎ গতিতে। তাতে প্রথম গোল উদযাপন করে আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি সুযোগ পায় আর্জেন্টিনা। মেসির বাড়ানো বলে হেড করেছিলেন ওকাম্পোস। কিন্তু অতিথি গোলকিপার আলেক্সান্দার ডোমিঙ্গেজ বল তুলে দিয়ে কর্নার বানান। ম্যাচে এই দুটি শটই ছিল লক্ষ্যে।
এনিয়ে ইকুয়েডর বিশ্বকাপ বাছাইয়ের ৭ ম্যাচ হারলো। তারা সবশেষ জিতেছিল ২০১৬ সালে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে।