বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ প্রথম ৩০ মিনিটে রাজত্ব করে বলিভিয়া, এগিয়েও যায় তারা। শক্তি বাঁচিয়ে রেখে খেলা লিওনেল স্কালোনির দল ঠিক সময়ে মুঠোয় নেয় লাগাম। আর্জেন্টিনার ফুটবলাররা তুলে নেয় দারুণ এক জয়।
সমুদ্রপৃষ্ট থেকে তিন হাজার ৬০০ মিটার উঁচুতে অবস্থিত এরনান্দো সাইলসে মঙ্গলবার ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। ২০০৫ সালের পর এই প্রথম বলিভিয়ায় জিতল তারা।
আর্জেন্টিনা ফিফা র্যাংকিং এ নবম এবং প্রতিপক্ষ বলিভিয়া রয়েছে ৭৫ নম্বরে। আর্জেন্টিনা ও বলিভিয়ার মুখোমুখি পরিসংখ্যান, অতীত সাফল্য কিংবা বর্তমান ফর্ম- যেকোনো হিসেবেই এগিয়ে থাকবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু খেলা যখন বলিভিয়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে অস্বাভাবিক উচ্চতার মাঠ, সেখানে একমাত্র ফেবারিট দল বলিভিয়াকে দারুণভাবে হারিয়ে জয় নিয়ে ফিরল মেসি বাহিনী।।