আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদের সভাকে সভাটি আয়োজন করে প্রকল্প বাস্তবায়ন কার্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, দুর্যোগ এমন একটি জিনিস যা যেকোনো সময় আসতে পারে। সেটা পরিবেশ সৃষ্ট বা মানব সৃষ্ট দুর্যোগ হোক। তাই দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি আমাদের সকলকে সচেতন হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দতার সাথে সকল প্রকার দুর্যোগ মোকাবিলা করছেন। সেই সাথে অত্যান্ত সুন্দরভাবে সরকার পরিচালনা করছেন। দুর্যোগ মোকাবিলায় তিনি সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা শিা অফিসার মোঃ ইকবাল হোসেন ভুঞা, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী সচিব চন্দ্র, উপসহকারী প্রকৌশলী ইউনুস মিয়া’সহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

Related Posts