বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ৩৮তম বিসিএসের নন-ক্যাডার থেকে ৫৪১ জনকে প্রথম শ্রেণিতে নিয়োগের সাময়িক সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) পিএসসির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়ে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-ক্যাডার পদে নিয়োগ বিধিমালা অনুযায়ী ৩৮তম বিসিএস পরীক্ষার ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন, এমন প্রার্থীদের মধ্য থেকে সংশ্লিষ্ট পদগুলোর নিয়োগবিধির ভিত্তিতে আজ কমিশনের ১১তম বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫৪১ জন প্রার্থীকে নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছে কমিশন।
সমাজসেবা অফিসার পদে ১১১ জন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট পদে ৬২ জন, মেডিক্যাল অফিসার পদে ৩৩ জন, সহকারী প্রকৌশলী (পুর) পদে ৮৫ জন, ওষুধ তত্ত্বাবধায়ক পদে ১৯ জনসহ মোট ৫৩ ক্যাটাগরির ৫৪১টি পদের জন্য সুপারিশ করে ফল প্রকাশ করে পিএসসি।
ফলাফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
৩৮তম বিসিএস’র লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থী সংখ্যা ৬ হাজার ১৭৩ জন। তবে নন-ক্যাডার পদে সুপারিশের জন্য আবেদনকারী প্রার্থী সংখ্যা ৫ হাজার ৩২ জন।