ধামরাইয়ে বিসর্জন হচ্ছে না দুইটি প্রতিমা

মো. রাসেল হোসেন: ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা ১৬২ টি মণ্ডপের অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার সব কয়টি প্রতিমার বিসর্জন হলেও এবার বিসর্জন হচ্ছে না দুইটি পূজা মণ্ডপের প্রতিমা। একটি  অষ্ট ধাতুর প্রতিমা হওয়ায় ও অন্য আরেকটি পারিবারিক ভাবে প্রতিমা আয়োজন  করায় দেওয়া হচ্ছে না সেটিও।

সোমবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন।

এসময় নন্দ গোপাল সেন বলেন,ধামরাই উপজেলায় এবার করোনা ভাইরাস এর কারণে স্বল্প পরিসরে স্বাস্থ্য বিধি মেনে শারদীয় দুর্গাপূজা ১৬২ টি মণ্ডপে পূজা উৎযাপন হচ্ছে। আজ দশমি দিনে শেষ মুহুর্তে চলছে পূজা আজ রাত ৮ টার মধ্যে আনুষ্ঠানিকতা শেষে মা দূর্গাকে বিসর্জন দেওয়া হবে।এবার মা দূর্গা এসেছিলেন দুলায় করে যাবেন হাতিতে চড়ে।

ধামরাই উপজেলায় ১৬২ টি প্রতিমার মধ্যে দুইটি প্রতিমার বিসর্জন হচ্ছে না।একটি হল সুকান্ত বণিকের বাড়ির অষ্ট ধাতুর প্রতিমা আরেকটি নরেশ এর বাড়ির প্রতিমা। দুইটি প্রতিমা পৌর শহরের।

Print Friendly, PDF & Email

Related Posts