রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় মঙ্গলবার

ইফতেখার শাহীন: বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ঘোষণা করা হবে মঙ্গলবার ।

এ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ঘোষণা করবেন নারী শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে জামিনে থাকা আট জন আসামি হলো চন্দন সরকার, নাজমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত, প্রিন্স মোল্লা, মারুফ মল্লিক, মারুফ বিল্লাহ্, রাতুল সিকদার, আরিয়ান হোসেন শ্রাবন। বরগুনা জেলা কারাগারে থাকা বাকি ছয় আসামি হলো রাশেদুল হাসান রিশান ফরাজী, রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আব্দুল্লাহ রায়হান, ওয়ালিউল্লাহ্ অলি, নাঈম ও তানভীর।

গত বছরের ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। করোনা মহামারির কারণে আদালত বন্ধ থাকার পরেও প্রাপ্তবয়স্কদের প্রথম পর্বেও রায়ের পরে এবার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামীর দ্বিতীয় পর্বের রায় মঙ্গলবার (২৭ অক্টোবর) ঘোষণা হতে যাচ্ছে।

প্রসঙ্গত, শাহনেওয়াজ রিফাত শরীফকে গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে পুলিশের ক্রসফায়ারে নিহত নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা দিনের আলোয় প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আহতাবস্থায় রিফাত শরীফকে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকিল (শেবাচিম) হাসপাতালে পাঠায়। ওইদিনই বরিশাল শেবাচিম হাসপাতালে রিফাত শরীফ মারা যান।

Print Friendly, PDF & Email

Related Posts