বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করার প্রতিবাদে পবিত্র জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন মসজিদ থেকে ফ্রান্সবিরোধী বিক্ষোভ করেছেন মুসল্লিরা। আজ শুক্রবার জুমা শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে কয়েক হাজার মুসল্লির উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ বিক্ষোভের আয়োজন করে ইসলামী দলগুলো।
বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন, কাকরাইল, বিজয়নগরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্লোগান দেওয়া হয়- ‘বিশ্বনবীর অপমান, সইবে না রে মুসলমান’, ‘ম্যাখোঁর চামড়া, তুলে নেব আমরা’, ‘জেগেছে রে জেগেছে, মুসলমান জেগেছে’, ‘বয়কট বয়কট, ফ্রান্সের পণ্য বয়কট’, ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, ফ্রান্সের দূতাবাস’ ইত্যাদি স্লোগান দেন।
শুক্রবার বাদ জুমা ফ্রান্সে নবী (সা.) এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশের তীব্র প্রতিবাদে মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে ঢাকা । ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিলে প্রকম্পিত হয়ে উঠে রাজপথ।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে সমমনা ইসলামী দলসমূহ, সম্মিলিত ইসলামী দল, জমিয়তে উলামায়ে ইসলাম (মুফতি ওয়াক্কাস),এনডিপি,বিক্ষোভ সমাবেশ শেষে বিশাল মিছিল বের করে।
বাদ জুমা জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ এর উদ্যোগে পলাশী মোড় থেকে নবী (সা.) অবমাননার প্রতিবাদে ঢাকাস্থ ফরাসি দূতাবাস ঘেরাও করার লক্ষ্যে বিশাল মিছিল বের হয়। সংগঠনের সভাপতি ক্বারি আবুল হোসেন ও মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিনের নেতৃত্বে মিছিলটি পুলিশি বাধার সম্মুখীন হয়। পরে ধাক্কাধাক্কির পর মিছিলটি নীলক্ষেত মোড়ে গিয়ে পুলিশি বেরিকেটের মুখে শেষ হয়।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ফ্রান্সের পণ্য বর্জনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। একই স্থানে জাতীয় সাংস্কৃতিক সংগঠন ’কলরব’ এর উদ্যোগে শিশু-কিশোরদের অংশগ্রহণে ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলরব এর পরিচালক রশিদ আহমদ ফেরদৌস।
হেফাজতেইসলাম ঢাকা মহানগরী আগামী সোমবার গুলশানস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদ থেকে সমমনা ইসলামী দলসমূহ আয়োজিত বিক্ষোভ সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।
নগরীর আমিন বাজারের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে ফ্রান্সে নবীর ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশের প্রতিবাদে সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
মাওলানা সিদ্দিকুর রহমান ঢাকুবীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, মাওলানা আফজালুল ইসলাম, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা আবুল কালাম, মুফতি আব্দুর রহীম কাসেমী, মুফতি আব্দুল বারী, মুফতি লুৎফর রহমান,মাওলানা মঞ্জুরুল ইসলাম, মাওলানাআসাদুজ্জামান, মুফতি দেওয়ান মো. সাজ্জাদুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মুনির আরমানী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ।