কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত প্রয়াত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত আর নেই। ফুসফুসের ইনফেকশনজনিত কারণে আজ রোববার (১ নভেম্বর) সকাল ৮টায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

রোববার (১ নভেম্বর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কথাসাহিত্যিক স্বকৃত নোমান।

আবুল হাসনাত কবিতা, উপন্যাস, চিত্র-সমালোচনাসহ সাহিত্যের নানা বিভাগে পদচ্ছাপ রেখেছেন। তবে তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেছেন একজন বিচক্ষণ ও সংবেদনশীল সাহিত্য সম্পাদক হিসেবে।

সুদীর্ঘকাল দৈনিকপত্রের সাহিত্য-সাময়িকী ও মাসিক পত্রিকার সম্পাদক হিসেবে তার কীর্তি শুধু এদেশেই শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় না, পশ্চিমবঙ্গসহ বাংলা ভাষাভাষী সাহিত্যানুরাগী মহলেও তিনি শ্রদ্ধার্ঘ্য।

দৈনিক সংবাদ এর সাহিত্য সাময়িকীও দীর্ঘদিন তার তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে এবং পাঠকমহলের তা প্রশংসিত ও সমাদৃত হয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts