কথাসাহিত্যিক নুরুল করিম নাসিম আর নেই

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ কথাসাহিত্যিক অধ্যাপক নুরুল করিম নাসিম আর নেই। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে এগারোটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার ঘনিষ্ঠ কবি ও শিল্পী হাসান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মিসেস নুরুল করিম নাসিম রাত একটার দিকে জানান, কিছুক্ষণ আগে নুরুল করিম নাসিম অসীমের ডাকে পাড়ি দিয়েছেন, বাসায় আগত আত্মীয়স্বজনরা শোকে কাতর। তিনিও পাথর। তার বাসা ঢাকার মল্লিকা সিনেমার গলিতে।

গল্প উপন্যাস মিলিয়ে তার বই সংখ্যা ত্রিশের অধিক। ‘যে শহরে এখন শেষ রাত’, ‘সেরা তিন উপন্যাস’, ‘যে যায় সে যায়’,’শিপুর দিনরাত্রি’, ‘বাইরের জানালা’, ‘তিনভুবনের যাত্রী’, ‘বিশ্বসাহিত্যে কথাশিল্পী তেরো’সহ অনেক গল্প-উপন্যাসের জন্য নুরুল করিম নাসিম কথাসাহিত্যে জায়গা করে নেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, জামাতা, নাতি ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ শুক্রবার বাদ জুম্মা আজিমপুর গোরস্থান সংলগ্ন মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মিসেস নাসিম জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

Related Posts