মতলব উত্তরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): সমবায় শক্তি, সমবায় মুক্তি এই স্লোগানে ও বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়ে চাঁদপুরের মতলব উত্তরে ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০ ঘটিকার সময় জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত মাওলানা মোঃ আক্তার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, সমবায়ের মাধ্যমে আর্থিক মুক্তি পাওয়া সম্ভব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন নিম্ন আয়ের মানুষ সমবায়ের মাধ্যমে স্বাবলম্বী হোক। সেই লক্ষ্যেই সমবায় প্রতিষ্ঠা হয়েছিল।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যান্ত সুচারু রূপ সমবায়কে সাজিয়েছেন। দেশের প্রতিটি মানুষ সমবায়ী হওয়া উচিৎ। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সমবায়কে কাজে লাগিয়ে আর্থিক সমৃদ্ধি বাড়িয়ে দেশের উন্নয়ন অগ্রগতি বাড়াতে হবে। সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও মোঃ আমান উল্লাহর উপস্থাপনায় বক্তব্য রাখেন, মতলব কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ফয়েজ আহমেদ রাসেল চৌধুরী, ফরাজীকান্দি নারী উন্নয়ন সমিতির সদস্য ডলি বেগম, সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

আলোচনা সভা শেষে সমবায়ী ফিল্ডকর্মীদের মাঝে সম্মানী ভাতা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

Related Posts