রাসুলকে অবমাননার প্রতিবাদে বাসাইলে বিক্ষোভ এবং প্রতিবাদ

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: ফ্রান্সে কার্টুন একে রাসুলেপাক হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে টাঙ্গাইলের বাসাইলে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় বাসাইল কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে বাসাইল উপজেলা কওমী ওলামা পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। এসময় বিক্ষোভকারীরা বিশাল মিছিল নিয়ে বাসাইলের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার চত্তরে এসে প্রতিবাদ সভা করে।
উপজেলা কওমী ওলামা পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মোঃ মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা কওমী ওলামা পরিষদের সভাপতি হাফেজ মুফতি মুহাম্মদুল্লাহ,সহ-সভাপতি মাওলানা নূরুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মাওলানা শোয়াইব হোসাইন,সদস্য মাওলানা আব্দুল ওয়াদুদ প্রমূখ।
বক্তারা হযরত মুহাম্মদকে (সাঃ) নিয়ে ব্যাঙ্গ চিত্র করার তীব্র প্রতিবাদ জানান এবং সকল মুসলমানকে ফ্রান্সের সকল পন্য বর্জনে আহবান করা হয়। আন্দোলন ও প্রতিবাদের বিষয়টি সরকারীভাবে ফ্রান্সের রাষ্ট্র প্রধানকে জানিয়ে দেয়ার আহবান জানান।
Print Friendly, PDF & Email

Related Posts