ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সেলিমের উদ্যোগে উন্নয়ন প্রচারণা

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক শিানুরাগী, ঢাকার গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি, আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার দাতা সদস্য মাহবুবুর রহমান সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্বলিত লিফলেট ছেংগারচর বাজারের পথচারী ও দোকানদারদের মাঝে বিতরণ করেন।

৯ নভেম্বর সোমবার বিকালে ছেংগারচর পৌরসভার ছেংগারচর বাজারে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করেন।

এসময় সাথে ছিলেন, মতলব উত্তর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, পৌরসভার কাউন্সিলর আহসান হাবিব, সাবেক কাউন্সিলর জামান সরকার, শাহনুর বেপারী, মজিবুর রহমান, পৌর যুবলীগ নেতা মো. মুছা বেপারি, বোরহান প্রধান, ইসমাইল হোসেন বাবু, সোহেল দেওয়ান, আল-আমীন মিয়াজি, ছেংগারচর পৌর ছাত্রলীগ নেতা শিমুল, শাওন প্রমুখ।

ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের উন্নয়নের দায়িত্ব নিজ হাতে নিয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী সব কিছু করছেন। আমি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের চিত্র প্রতিটি ওয়ার্ডে তুলে ধরছি।

তিনি আরও বলেন, আমি বঙ্গবন্ধুর আর্দশের একজন সৈনিক। আমি আওয়ামী লীগের সাথে আছি এবং থাকবো। আমি ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি যদি দলীয় মনোনয়ন পাই আর মেয়র নির্বাচিত হই তাহলে ছেংগারচর পৌরসভাকে মডেল পৌরসভায় হিসেবে গড়ে তুলবো। এখন আমি শুধু আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড চিত্র জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছি।

Print Friendly, PDF & Email

Related Posts