বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ করোনাভাইরাস এখন বিশ্বব্যাপী বড় সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার দ্বিতীয়ঢেউ (সেকেন্ড ওয়েভ) শুরু হয়েছে, এ জন্য আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে।
রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যেম কোস্টগার্ডের ৯টি জাহাজ ও একটি ঘাঁটির কমিশনিং অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘এই সময় আমাদের প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবে অর্থনীতি যেন থমকে না যায় এবং মানুষের জীবন যেন সচল থাকে; সে জন্য সরকার সব ব্যবস্থা করেছে।’
কোস্ট গার্ড বেইজ ভোলার কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগের সাথেই আমাদের চলতে হবে, তাই আমাদের সব ধরনের প্রস্তুতিও থাকতে হবে।
এ সময় সততা, দেশপ্রেম ও ঈমানের সঙ্গে কাজ করে যেতে কোস্টগার্ড সদস্যদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান। সমুদ্র এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি, প্রাকৃতিক দুর্যোগে ভূমিকার জন্য বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি।