বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আজ মঙ্গলবার পর্দা উঠছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে এই হাই ভোল্টেজ ম্যাচের আয়োজন। পাঁচ দলের টি-টোয়েন্টি কাপ দিয়ে ২৫১ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ।
এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে আয়োজকরা। মাঠে ফিরতে মুখিয়ে থাকা খেলোয়াড়েরাও শতভাগ প্রস্তুতি নিয়েছেন। এখন শুধু মাঠে নামার পালা।
উদ্বোধনী ম্যাচে মঙ্গলবার দুপুর দেড়টায় মাঠে নামবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হবে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল।
প্রায় এক মাস ব্যাপী অনুষ্ঠিত পাঁচ দলের এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।
সব মিলিয়ে প্রতিযোগিতায় ম্যাচ হবে ২৪টি। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। মুশপিকুর রহিমের বেক্সিমকো ঢাকা ও নাজমুল হোসেন শান্তর মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচ খেলবে তামিমের ফরচুন বরিশাল ও সাকিবের জেমকন খুলনা।
লিগ পর্বে প্রতিদিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সাধারণ কর্মদিবসে দিনের আলোয় প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। কৃত্রিম আলোয় দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ছয়টায়। ছুটির দিনে প্রথম ম্যাচ হবে দুপুর ২টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাতটায়। লিগ পর্বে প্রতিদিনের ম্যাচের পর একদিনের বিরতি দেওয়া হয়েছে। ফাইনাল ম্যাচের জন্য ১৯ ডিসেম্বর রিজার্ড ডে রাখা হয়েছে।