ক্রীড়া ডেস্ক ॥ উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে এখনো ২টি ম্যাচ বাকি বার্সেলোনার সামনে। তবে নিজেদের শেষ ষোলো নিশ্চিত করতে সেই দুই ম্যাচের জন্য অপেক্ষা করেনি কাতালান ক্লাবটি। টানা ৪ জয়ে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে রোনাল্ড কোমানের দল।
মঙ্গলবার রাতে মেসিহীন বার্সা দিনামো কিয়েভের মাঠ থেকে ৪-০ গোলের সহজ জয় নিয়ে ফিরেছে। এরফলে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপ থেকে পরের রাউন্ডে জায়গা করে নিলো দলটি। এদিন দিনামোর বিপক্ষে বার্সার হয়ে গোল করেছেন মার্টিন ব্র্যাথওয়েট, আঁতোয়ান গ্রিজমান ও সের্জিনো দেস্ত।
এই ম্যাচে লিওনেল মেসিকে বিশ্রামে রাখবেন এটি আগেই জানিয়েছিলেন বার্সা কোচ কোমান। এই ম্যাচে কেবল মেসিই নয়, কোমান নিয়মিত একাদশের প্রায় অর্ধেক ফুটবলারকেই দিয়েছিলেন বিশ্রাম। বলা চলে দিনামোর মাঠে স্বাগতিকদের বিপক্ষে প্রায় দ্বিতীয় সারির দলই নামিয়েছেন এই ডাচ কোচ।
তবে মাঠের পারফরম্যান্সে তার কোনো প্রভাবই পড়েনি। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে কাতালান ক্লাবটি। যদিও প্রথমার্ধে দিনামোর রক্ষণ ভাঙতে পারেনি গ্রিজমান, কৌতিনহো কিংবা ব্র্যাথওয়েটরা।
ম্যাচে প্রথম সাফল্য পেতে বার্সাকে অপেক্ষা করতে হয়েছে ৫২ মিনিট পর্যন্ত। ব্র্যাথওয়েটের পাস থেকে বল জালে জড়িয়ে গোলের অপেক্ষা কাটান যুক্তরাষ্ট্রের তরুণ ডিফেন্ডার দেস্ত। কাতালানদের জার্সি গায়ে এটি দেস্তের প্রথম গোল।