বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ করোনার প্রার্দুভাবে কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের আশ্রিত গ্রামে ১০০ শিশুদের অভিভাবক করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে এএসডি’র উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের আশ্রয়ন গ্রাম এলাকায় বেসরকারি সংস্থা এএসডি কর্তৃক আয়োজিত শিশু কিশোরদের ১০০ শত পরিবারের অভিভাবকদের মাঝে ত্রাণ বিতরন অনুষ্ঠানে এএসডি’র নির্বাহী পরিচালক জামিল এইচ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন।
মনিটরিং অফিসার নাসরিন আকতার পলির পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন PRRA-II প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মরিয়ম জাহান সোনালী, এডমিন এন্ড ফাইনান্স অফিসার মো: আলী এহসান ও এএসডির কর্মকর্তা ও মিডিয়াকর্মীগণ।
দরিদ্র পরিবারের ত্রাণ গ্রহনকারীরা এএসডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এএসডি’র নির্বাহী পরিচালক জামিল এইচ চৌধুরী বলেন, এই অসহায় ও গরীব শিশুদের পরিবারের মাঝে আমরা সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করতে পেরে আনন্দবোধ করছি। ভবিষ্যতে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব।