বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ডা. হুমায়ুন কবীর বুলবুল উদ্ভাবনী গবেষণার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস (আইবিএসসি) থেকে ডেন্টিস্ট্রিতে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন ।
তার এই গবেষণায় অভিসন্দর্ভের শিরোনাম ছিল “ A CLINICAL COMPARATIVE STUDY OF DIFFERENT PULPOTOMY MATERIALS IN PRIMARY TEETH” [আ ক্লিনিক্যাল কমপারেটিভ স্টাডি অফ ডিফারেন্ট পালপোটমি মেটারিয়ালস ইন প্রাইমারী টিথ] তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন প্রফেসর ড.নিরন্জ্ঞন কুমার সানা ও প্রফেসর ডা: মোজ্জাম্মেল হোসেন ।
তিনি ইতোপূর্বে বিএসএমএমইউ থেকে ডিডিএস এবং ডিডিসি থেকে বিডিএস ডিগ্রী অর্জন করেন ।
উল্লেখ্য ডা:হুমায়ুন হিরোশিমা ইউনিভার্সিটি, জাপান ও ন্যাশনাল সাইন্স ও টেকনোলজি মিনিস্ট্র ,বাংলাদেশ এর ফেলো। বর্তমানে তিনি ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ফেনী জেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মরহুম মো. আমিনুল ইসলাম ও মরহুমা নুরের নাহারের জেষ্ঠ্য পুত্র।বিজ্ঞপ্তি ।