আরিফুল ইসলাম, টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে জঙ্গলে পড়ে থাকা জীবিত এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। তবে এখন পর্যন্ত শিশুটির পরিচয় পাওয়া যায়নি। বিকেলে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পাথালিয়া সুকিপাড়া গ্রামের রাস্তার পাশের জঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে ফজরের নামাজ শেষে মুসুল্লিরা মসজিদ থেকে বাড়ি ফেরার সময় রাস্তার পাশের জঙ্গলে শিশুটির কান্নার শব্দ পায়। পরে স্থানীয় মমতা বেগম নামের এক নারী শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহনাজ সুলতানা জানান, শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আনলে তার বুকের নিচের দিকে একটি কাটা দাগ দেখা যায়। পরে উন্নত চিকিৎসার জন্য বাচ্চাটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।