বিশ্ব এইডস দিবসে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে র‌্যালি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বিশ্বব্যাপী এইচআইভির এর ভয়াবহতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনা মহামারী কালিন সময়েও বিভিন্ন জাতি ও দেশ এইচআইভির সংক্রমে ক্ষতিগ্রস্ত হতে পারে। কোভিড-১৯ মহামারিকালিন সময়ে এইচআইভি সংক্রমিত ব্যক্তিদের স্বাস্থ্য ঝুঁকি বেশি।

তাই কোভিড-১৯ প্রতিরোধের পাশাপাশি এইচআইভি সংক্রমন রোধে একযোগে কাজ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব সংহতির জন্য সকল নেতা ও নাগরিকদের একত্রিত হওয়ার আহবান জানিয়েছেন।

বিশ্ব এইডস দিবসের এবারের প্রতিপাদ্য “সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব”।

প্রতি বছরের ন্যায় এবছরও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর এর উদ্যোগে পালিত হয় বিশ্ব এইডস দিবস। জাতীয় পর্যায়ে সরকারী নির্দেশনা অনুসরন করে দেশের অন্যান্য সংগঠনের সাথে একত্রিত হয়ে শাহবাগ মৎসভবন এর নিকটে শতাধিক সংগঠনের উপস্থিতিতে বর্নাঢ্য র‌্যালিতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরও অংশ নেয়।

Print Friendly

Related Posts