শায়েস্তাগঞ্জে বিএইচআরসি’র উদ্যোগে মানবাধিকার দিসব পালিত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিসব পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে স্থানীয় প্রেসক্লাবে বিএইচআরসি উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন, বিএইচআরসি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন চৌধুরী। বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমী, হপবিস পরিচালক নওরোজুল ইসলাম চৌধুরী, আব্দুল আজিজ ফরহাদ, জামাল আহমেদ রাজ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ আকবর আলী ফরিদ।

সভায় বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম বলেন, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে এ দিনটি পালিত হচ্ছে। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালত হয়ে আসছে।

তিনি বলেন, বর্তমান সরকার মানবাধিকার রক্ষায় অত্যন্ত আন্তরিক। দেশে আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, শায়েস্তাগঞ্জে যোগদান করেই তৃণমূল মানুষের অধিকার বাস্তবায়নে কাজ শুরু করেছিলাম। অর্পিত দায়িত্ব সততার সাথে পালন করার চেষ্টা করছি। সংশ্লিষ্ট সবাইকে সাথে নিয়ে শায়েস্তাগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশ মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ উপজেলা শাখা মানবাধিকার রক্ষায় কাজ করছে।

মামুন/এইচ

Print Friendly, PDF & Email

Related Posts