আরিফুল ইসলাম, টাঙ্গাইল: ‘কোভিড-১৯ কে জয় করুন, মানবাধিকার রায় প্রস্তুত থাকুন’ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে মানবাধিকার কমিশনের জেলা, সদর উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার মানবাধিকার কর্মীরা অংশ নেন। পরে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা গভর্নর সাইফুজ্জামান সোহেল। বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নাসরিন জাহান খান বিউটির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা শাখার নির্বাহী সভাপতি লুৎফর রহমান তালুকদার লিটন, সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট শাহান শাহ সিদ্দিকী মিন্টু, সহ-সভাপতি হোসনেয়ারা বিউটি, সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক নাজমুস সালেহীন, অর্থ সম্পাদক আবু রায়হান খান, ধর্ম সম্পাদক চন্দন আচার্য্য, টাঙ্গাইল পৌর শাখার সভাপতি সালাহউদ্দিন হায়দার, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান চৌধুরী প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় মানবাধিকার কমিশনের জেলা, সদর উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।