আরিফুল ইসলাম, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার চরভাবলা এলাকার ৪ নম্বর ব্রিজের কাছে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম রুবেল মিয়া। তিনি ঢাকার ধামরাইয়ের ইন্দ্রারা নয়াচরা গ্রামের ইমরান আলীর ছেলে।
আহতরা হলো- ধামরাইয়ের ফরহাদ হোসেন (৩০), ঠাকুরগাও জেলার জয়নুল (৩৮) ও একই জেলার নজরুল (৩৫)। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর চরবাবলা নামক স্থানে উত্তরাঞ্চলগামী পোল্ট্রি ফিডবোঝাই ট্রাক ও ঢাকাগামী কয়লাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক ও হেলপারসহ চারজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে চালক রুবেল মারা যান। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।