চর নুরআহমদে নৌকা প্রতীকের প্রচারণা

তৃণমূল ভোটারদের নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি

হবিগঞ্জ প্রতিনিধি : প্রথমধাপে ২৮ ডিসেম্বর নির্বাচনে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ চরনুরআহমদে নৌকা প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। এ প্রচারণাকালে তৃণমূল ভোটাররা নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ভোটারদের প্রতিশ্রুতি শুনে নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদউজ্জামান মাসুক ও তার কর্মী সমর্থকরা আনন্দিত।

মেয়র প্রার্থী মোঃ মাসুদউজ্জামান মাসুক বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট ও দোয়া চাইছি। ভোটাররা উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।

পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী শফিকুল ইসলাম বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশজুড়ে উন্নয়ন করছে। তাই মানুষ নৌকাকে ভোট দিয়ে আসছে। শায়েস্তাগঞ্জের উন্নয়নের স্বার্থে নৌকার মেয়র প্রার্থীকে জয়ী করতে আমরা কাজ করছি। প্রার্থীসহকারে বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া চাইছি।

শায়েস্তাগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার বলেন, তৃণমূল মানুষ চায় উন্নয়ন। ভোটাররা উন্নয়নের স্বার্থে এক হয়েছে। ২৮ ডিসেম্বর নির্বাচনে ভোট দিয়ে নৌকার প্রার্থীকে মেয়র নির্বাচিত করবে।

জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অ্যাডভোটে হুমায়ূন কবীর সৈকত বলেন, শায়েস্তাগঞ্জে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এবার সৎযোগ্য মেয়র প্রার্থী পেয়েছি। নির্বাচনে ভোটাররা ভোট দিয়ে নৌকাকে জয়ী করবেন।

জেলা কৃষকলীগের সহ-সভাপতি শাহজাহান চৌধুরী সেজু বলেন, শায়েস্তাগঞ্জের ভোটাররা এক হয়েছে। তারা নৌকায় ভোট দিয়ে মোঃ মাসুদউজ্জামান মাসুককে মেয়র নির্বাচিত করবে বলে আশাবাদী।

জেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ফরিদ হাসান বলেন, উন্নয়নের স্বার্থে সবাই মিলে এবার নৌকায় ভোট দিবে। যেখানে যাচ্ছি সেখানেই নৌকার ভোটার পাচ্ছি। মানুষ চায় উন্নয়ন। আর উন্নয়নের স্বার্থেই নৌকায় তারা ভোট দিবে।

প্রচারণাকালে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, রেলওয়ে শ্রমিকলীগের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। উন্নয়নের সরকার বার বার দরকার, নৌকায় ভোট দিন জননেত্রী শেখ হাসিনার সালাম নিনসহ বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়।

মামুন/এইচ

Print Friendly, PDF & Email

Related Posts