বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনাল মাঠে গড়াচ্ছে শুক্রবার। মিরপুরে বিকেল সাড়ে ৪টায় শিরোপা লড়াইয়ে নামবে গাজী গ্রুপ চট্টগ্রাম-জেমকন খুলনা। ফাইনালের আগে টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হয়েছে দল দুটি। চট্টগ্রামের জয় দুটিতে, খুলনার একটি।
লিগপর্বের মুখোমুখি দেখায় দুবারই জয় পায় চট্টগ্রাম। সবশেষ দেখা অর্থাৎ, প্রথম কোয়ালিফায়ারে খুলনার কাছে হেরে যায় তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে বেক্সিমকো ঢাকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম।
টুর্নামেন্টের শেষদিকে দলে ঢোকা মাশরাফী বিন মোর্ত্তজা খুলনার গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছেন। শেষ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন পেসে। কাগজে-কলমে মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়ক, আবার মাঠে মাশরাফীর উপস্থিতি যোগাতে পারে বাড়তি উৎসাহ।
বিপিএলে চারবার ভিন্ন ভিন্ন দলকে শিরোপা এনে দেয়ার অভিজ্ঞতা রয়েছে মাশরাফীর। ফাইনালে নামার আগে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়ে রাখলেন সেখান থেকে কিছুটা অভিজ্ঞতা তিনি নিজেও নেবেন।
‘কোনো সন্দেহ নেই মাশরাফী ভাইয়ের অন্তর্ভুক্তি খুবই ইতিবাচক একটা দিক আমাদের দলের জন্য। যেটা বললেন, ড্রেসিংরুম এবং বাইরেও আমরা এটা আলাপ আলোচনাটা করি, কারণ সে অনেক অভিজ্ঞ। ওনার অভিজ্ঞতার কিছুটা আমরা যদি ভাগাভাগি করতে পারি, এমনকি আমার জন্যও অনেকটা সহায়ক হয়।’
পারিবারিক কারণে আমেরিকার যাওয়ায় ফাইনালে অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছে না খুলনা। এ ব্যাপারে অধিনায়ক বললেন, ‘সাকিব যেহেতু এখন নেই, সাকিব থাকলে অবশ্যই আমাদের জন্য অনেক বড় ইতিবাচক দিক হিসেবে কাজ করতো। কারণ সবাই জানি সাকিবের সক্ষমতা সম্পর্কে। তারপরও যেহেতু সাকিব নেই, এটা আমাদের সকলের জন্য একটা দায়িত্ব এবং সুযোগ ভালো পারফর্ম করার।’
বঙ্গবন্ধু কাপে শিরোপার লড়াই মূলত অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের। জেমকন খুলনায় অভিজ্ঞ ক্রিকেটারের সমাবেশ, আর গাজী গ্রুপ চট্টগ্রামে তরুণদের ছড়াছড়ি।
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে দুবার শিরোপা এনে দেয়া কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবার চট্টগ্রামের দায়িত্বে। দারুণ ক্রিকেট খেলে তার দল উঠেছে ফাইনালে। আরেকটি টি-টুয়েন্টি শিরোপা জয়ের হাতছানি তার সামনে।
বিপিএলে বেশ কয়েকবার খুলনা টাইটানসকে নেতৃত্ব দিলেও এখনো শিরোপার মুখ দেখেননি মাহমুদউল্লাহ। অন্যদিকে চট্টগ্রামের হয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবারই প্রথম নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মিঠুন।